রূপচর্চায় চিনির অসাধারণ গুণ

 

 

চিনি কী কাজে লাগে? প্রশ্ন শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। চা খেতে চিনি লাগে, কফি খেতে চিনি লাগে, আর? ঠিক বলেছেন, মিষ্টিজাতীয় সব খাবার তৈরিতেই চিনি লাগে। চিনি মানেই খাবারের মিষ্টতা। তবে জেনে অবাক হবেন, শুধু খাবারের মিষ্টতাই নয়, চিনি বাড়িয়ে তোলে রূপচর্চায় এক অসাধারণ রূপ! 

 চিনি শরীরের জন্য খুবই খারাপ। সুগার না থাকলেও সুস্থ স্বাভাবিক মানুষ কেও তার প্রতিদিনের খাবার তালিকা থেকে চিনি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে রূপচর্চায় চিনির জুড়ি মেলা ভার। কীভাবে? চলুন জেনে নেইঃ-

১)  স্ক্রাবিংয়ের জন্য চিনিঃ

 

চিনির মতো প্রাকৃতিক স্ক্রাবার খুঁজে পাওয়া যায় না। লেবু দু টুকরো কেটে নিয়ে চিনির উপরে লেবু গুলো ভালো করে চেপে ধরে, সেই লেবু টুকরোগুলি ভালো করে নিয়ে মুখে ঘষলে, খুব ভালো স্ক্রাবিং হয়।

২)মুখের অবাঞ্ছিত লোম দূর করতে চিনির ব্যবহার: 

 একটি পাত্রে দু তিন চামচ চিনি সামান্য জল গরম করতে দিতে হবে। চিনির সিরা আঠালো হলে গ্যাস থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে মুখের মধ্যে যেখানে লোমের ঘনত্ব বেশি সেখানে খানিকক্ষণ লাগিয়ে রাখুন, ১৫ মিনিট পরে একটি রুমাল হালকা গরম জলে ভিজিয়ে নিয়ে ঘষে ঘষে মুছে নিন। একদিন অন্তর একদিন এমন টা করলে লোমের গোড়া অনেকটাই পাতলা হয়ে যাবে।

 ৩)ঘাড়, কনুইয়ের কালো দাগ দূর করতে চিনির ব্যবহার:

 লেবুর টুকরোর মধ্যে খানিকটা চিনি নিয়ে ঘাড় কনুই ভালো করে ঘষুন। এক সপ্তাহ টানা এমন করলে ঘাড়, কনুই, হাঁটু, পায়ের কালো দাগ একেবারে দূর হয়ে যাবে।
 
 
৪) গোলাপি ঠোঁট করতে ব্যবহার করুন চিনি:
 
প্রতি রাতে শোয়ার সময় এক চামচ দুধ, এক চামচ চিনি দিয়ে সেই দানা দানা চিনি কে ঠোঁটে ঘষুন। দু-তিন মিনিট এইভাবে ঠোঁটে ম্যাসাজ করার পরে যেকোনো লিপবাম লাগিয়ে রাতে শুতে যান। কয়েকদিন এমন নিয়ম করে করলে ঠোঁটের সমস্ত কালো দাগ দূর হয়ে যাবে। তবে মাথায় রাখতে হবে ঠোঁট কালো হওয়ার এক অন্যতম কারণ হলো ধূমপান। তাই সবার আগে ধূমপান করা ছাড়তে হবে।

৫) স্ট্রেচ মার্ক: 

  

  হঠাৎ ওজন কমলে বা বাড়লে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। প্রেগন্যান্সির পরেও এমন দাগ দেখা যায়। তেমন সমস্যা হলে কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন। ধীরে ধীরে হালকা হবে স্ট্রেচ মার্ক।

৬) কোমল ত্বকের জন্যঃ

 ককাপ ব্রাউন সুগারের সঙ্গে কলা চটকে বানিয়ে নিন আপনার এক্সক্লুসিভ বডি স্ক্রাব! এই স্ক্রাব দিয়ে সারা শরীর এক্সফোলিয়েট করুন। ত্বক আর্দ্র আর কোমল হয়ে উঠবে রাতারাতি!

 

 ধন্যবাদ

Comments